হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে নৌকাডুবির এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছুউদ্দিন বেপারীর (৭০) লাশ নদীতে ভেসে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে খোঁজাখুঁজির সময় স্বজনেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসেন। 

সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতের কারণে লাশটি দূরে ভেসে গিয়েছিল। এ ছাড়া বাল্কহেডটি গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা-পুলিশ আটক করেছে। 

রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, আজ সোমবার সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখেন। তাঁরা লাশটি বাড়ি নিয়ে আসেন। 

উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পায়নি। সোমবার সকালে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন