হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে নৌকাডুবির এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছুউদ্দিন বেপারীর (৭০) লাশ নদীতে ভেসে উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে খোঁজাখুঁজির সময় স্বজনেরা তাঁর মরদেহ দেখতে পেয়ে ট্রলারে করে বাড়িতে নিয়ে আসেন। 

সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতের কারণে লাশটি দূরে ভেসে গিয়েছিল। এ ছাড়া বাল্কহেডটি গতকাল রোববার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা-পুলিশ আটক করেছে। 

রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, আজ সোমবার সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখেন। তাঁরা লাশটি বাড়ি নিয়ে আসেন। 

উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পায়নি। সোমবার সকালে বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির