হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রবাসী স্বামীর ফোন পেয়ে শ্বশুর বাড়িতে নারী, পরদিন বাঁশবাগানে মিলল লাশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় রোজিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের এক বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

রোজিনা খাতুন উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্তানদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে বাবার বাড়িতেই থাকতেন রোজিনা। গতকাল সন্ধ্যায় স্বামীর বাড়ি পাট্টায় আসেন। সকালে স্বামীর বাড়ির অদূরে ওসমান মোল্লার বাঁশবাগানের মধ্যে রোজিনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

রোজিনার চাচা আক্কাছ খাঁ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রোজিনা বাবার বাড়িতেই ছিল। সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী লিটন শেখ দুবাই থেকে ফোন করে (শ্বশুর বাড়ি) বাড়ি যেতে বলেন। রোজিনা সন্ধ্যায় বাবার বাড়ি থেকে পাট্টায় শ্বশুর বাড়িতে চলে যায়। রাতে রোজিনার শ্বশুর কালাম শেখ ফোন করে জানান রোজিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আজ সকালে রোজিনার লাশ পাওয়ার খবর ফোনে পেয়েছি।’ 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগানের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন গ্রাম পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। 

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও এর সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু