হোম > সারা দেশ > ঢাকা

শাহজাহানপুরে গুলিতে আ. লীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এএসআই জানান, গুলিতে এক নারীসহ দুজন মারা গেছেন। ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন টিপুর গাড়ির চালক মনির হোসেন মুন্না। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন। 

নিহত টিপুর স্ত্রী ফারহানা আক্তার ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে মামলা থেকে অব্যাহতি পান। 

মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে তার মালিক টিপুকে শাহজানপুরের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। আমতলা মসজিদ এলাকায় পৌঁছার পরে যানজটে গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে হাসপাতালে টিপু মারা যান। গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

এদিকে নিহত সামিয়া আফরান প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, গাড়িটি যানজটে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন