হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিককে স্বামী বানিয়ে পাসপোর্ট, স্বামীর মামলায় গ্রেপ্তারের পর জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চার দিন কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়েছেন টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত প্রযোজক সারওয়ার জাহানের স্ত্রী রুকাইয়া তাহসিনা। ভুয়া পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে আগামী ৯ তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার তাঁকে জামিন দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্বামীর নাম বাদ দিয়ে সন্তানের বাবা হিসেবে প্রেমিক আনোয়ারুল কবিরের নাম বসিয়ে পাসপোর্ট করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন সারওয়ার জাহান। 

এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম স্ত্রী রুকাইয়া তাহসিনা ও তাঁর প্রেমিক আনোয়ারুল কবিরের নামে গত ২৩ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সোমবার রুকাইয়া তাহসিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় কাফরুল থানা–পুলিশ। ওই দিনই তাঁকে কারাগারে পাঠান আদালত। তবে আনোয়ারুল কবিরকে এখনো খুঁজছে পুলিশ। 

আল মামুন রাসেল বলেন, বাদী সারওয়ার জাহানের সঙ্গে সংসার থাকা অবস্থায় স্বামী ও সন্তানের বাবার নাম পরিবর্তন করে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করেন রুকাইয়া তাহসিনা। ভুয়া পাসপোর্ট বানিয়ে ভারত হয়ে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চার দিন কারাগারে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। 

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালে সারওয়ার জাহানের সঙ্গে রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। সারওয়ারের সঙ্গে থাকা অবস্থায় তিনি আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান। গত ৬ বছর ধরে রুকাইয়া তাঁর স্বামী ও আনোয়ারুল কবিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। এ অবস্থায় সম্প্রতি তাঁরা পাসপোর্ট তৈরি করেন। 

সেখানে সারওয়ার জাহানের বড় সন্তানের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি করে বাবার নাম আনোয়ারুল কবির বসিয়ে একটি পাসপোর্ট তৈরি করেন। এ ক্ষেত্রে নিজের ১২ বছরের স্বামীর নামের স্থলে আনোয়ারুল কবিরের পরিচয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

প্রযোজক সারওয়ার জাহান এ পর্যন্ত বেশ কিছু ওটিটি কনটেন্ট ও নাটক প্রযোজনা করেছেন। এসব নাটকের মধ্যে অন্যতম হলো, কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘জীবন’।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’