হোম > সারা দেশ > টাঙ্গাইল

টোল আদায়ে নতুন রেকর্ড গড়ল বঙ্গবন্ধু সেতু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টোল আদায়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এদিকে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েই চলেছে। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭ টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর পশ্চিম প্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫ টি। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোল আদায়ে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। 

উল্লেখ্য, ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারাপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে