মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক অজ্ঞাত যুবকের লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
লাশ ভেসে ওঠার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম। তিনি বলেন, ‘উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি পদ্মা নদীর পাড়ের কাছে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরা খবর দিলে আমরা ফরিদপুর নৌ পুলিশকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।’
ফরিদপুর নৌ থানার পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘হরিরামপুর থানা থেকে আমাদের লাশ ভেসে ওঠার বিষয় জানানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছি।’