হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, স্বামী কারাগারে

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় যৌতুকের দাবিতে রাজিয়া (২৯) নামের এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী আনোয়ার হোসেন খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে ডেমরার সারুলিয়া বালুঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

রাজিয়া জানান, প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে আনোয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ট্রাক কেনার জন্য আনোয়ার তাঁর (রাজিয়া) বাবার বাড়ি থেকে বারবার যৌতুক দাবি করেন এবং তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। তাঁর বাবা ১১ লাখ টাকা দিয়ে একটি ট্রাক কিনে দিলে কিছুদিন শান্তিতে কাটলেও পরে আনোয়ার আবারও বেপরোয়া হয়ে ওঠেন।

রাজিয়ার অভিযোগ, আনোয়ার কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করেছেন এবং এ খবর প্রকাশ হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি তিনি বাসায় ফিরে রাজিয়াকে মারধর করেন। প্রতিবেশীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সর্বশেষ ১৯ এপ্রিল আনোয়ার ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন এবং রাজিয়া তা দিতে অস্বীকৃতি জানালে পুনরায় তাঁকে নির্যাতন করেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পরপরই অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল