হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানের দিন-দুপুরে প্রাচীর টপকিয়ে চুরি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ হোসেন পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ হোসেন পাঠানের বাড়ির দেয়াল টপকিয়ে পাকা ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। বিভিন্ন রুমে থাকা মূল্যবান জিনিসপত্র তছনছ করে। কাঠের আলমিরা ভেঙে টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

আহমেদ হোসেনের শ্যালক মামুন আল রাসেদ জানান, আমার বোন নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সে প্রতিদিন সকালে স্কুলে যায়, বিকেলে আসে। দুলাভাই এখন অবসরে। পাশেই আমার ভাগনির বাড়ি। ভাগনি প্রিয়াঙ্কা ব্যাংকে চাকরি করে। তার বাড়িতে গিয়ে দুলাভাই তার ছোট দুই নাতনিকে প্রতিদিন সময় দেন। তাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেউ বাসায় থাকে না। আমরা ধারণা করছি রাস্তার সঙ্গে বাড়ি হওয়ায় দুপুরের দিকের কোনো এক সময় চোরেরা দরজা ভেঙে এসব জিনিস পত্র নিয়ে গেছে।

আহমেদ হোসেনের মেয়ে প্রিয়াঙ্কা জানান, প্রায় ২ লাখ ১০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও বাবার পেনশনের বইসহ কিছু কাগজপত্র চুরি হয়েছে। বাবা এখনো থানায় যাননি, মানসিকভাবে অসুস্থ, একটু সুস্থ বোধ করলে থানায় যাবেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, এ বিষয়ে জানা নেই, কেউ আসেনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিব।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ