হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারী কারাগারে

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারীকে আজ শুক্রবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাজীনগর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাস্তায় আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ১টি কালো রঙের সুইস স্টিলের চাকু, ১ টি অপ্পো মোবাইল ফোন ও ভোল্ট নামে একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী মাহদি (২৫) ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান এলাকার ভাড়াটিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার শুনরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. হিরা মিয়া (২৭) ও যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার ভাড়াটিয়া ও ময়মনসিংহের ধোবাওরা থানার রগুরামপুর গ্রামের মো. এখলাছ উদ্দিনের ছেলে মো. সাগর (২৪) বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ডাইং ও ফিনিশিং কারখানার মেশিন অপারেটর মাহদি (২৫) কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় হাজীনগর রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা মাহদির গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মাহদি চিৎকার শুরু করলে আশপাশের জনগন ছিনতাইকারীদের ধরে ফেলে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে