হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারী কারাগারে

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারীকে আজ শুক্রবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাজীনগর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাস্তায় আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ১টি কালো রঙের সুইস স্টিলের চাকু, ১ টি অপ্পো মোবাইল ফোন ও ভোল্ট নামে একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী মাহদি (২৫) ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান এলাকার ভাড়াটিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার শুনরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. হিরা মিয়া (২৭) ও যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার ভাড়াটিয়া ও ময়মনসিংহের ধোবাওরা থানার রগুরামপুর গ্রামের মো. এখলাছ উদ্দিনের ছেলে মো. সাগর (২৪) বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ডাইং ও ফিনিশিং কারখানার মেশিন অপারেটর মাহদি (২৫) কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় হাজীনগর রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা মাহদির গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মাহদি চিৎকার শুরু করলে আশপাশের জনগন ছিনতাইকারীদের ধরে ফেলে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’