হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারী কারাগারে

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে জনগণের হাতে ধরাশায়ী দুই ছিনতাইকারীকে আজ শুক্রবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাজীনগর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাস্তায় আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে ১টি কালো রঙের সুইস স্টিলের চাকু, ১ টি অপ্পো মোবাইল ফোন ও ভোল্ট নামে একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী মাহদি (২৫) ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান এলাকার ভাড়াটিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার শুনরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. হিরা মিয়া (২৭) ও যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার ভাড়াটিয়া ও ময়মনসিংহের ধোবাওরা থানার রগুরামপুর গ্রামের মো. এখলাছ উদ্দিনের ছেলে মো. সাগর (২৪) বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ডাইং ও ফিনিশিং কারখানার মেশিন অপারেটর মাহদি (২৫) কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় হাজীনগর রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা মাহদির গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মাহদি চিৎকার শুরু করলে আশপাশের জনগন ছিনতাইকারীদের ধরে ফেলে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন