হোম > সারা দেশ > ঢাকা

বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের প্রকৌশলী মোহাম্মদ ফুলবাবুকে (৩৯) হত্যার ঘটনায় আসমানী পরিবহনের হেলপার মাসুদ রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১। 

গ্রেপ্তার ওই যুবক রংপুরের কোতোয়ালি উপজেলার ধাপ কটকি পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় গত ১৩ এপ্রিল দুপুর ১২টায় প্রথমে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির সূত্রপাত হয়। পরে দুপুর দেড়টা পর্যন্ত উত্তরার হাউজবিল্ডিং ও আবদুল্লাহপুর এলাকায় দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত প্রকৌশলীকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। ফুলবাবু বিআরটির চায়না জিজোবা গ্রুপ অব কোম্পানিতে (সিজিজিসি) সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে র‍্যাব-১ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৩ এপ্রিল দুপুরে আজমপুর ওভারব্রিজের নিচে ইঞ্জিনিয়ার ফুলবাবু ও তাঁর সহকর্মী ইয়াছিনের সঙ্গে আসমানী পরিবহনের হেলপার মাসুদ রানার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে মাসুদ রানা ইয়াছিনকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে হাউজবিল্ডিংয়ে নামিয়ে দেয়। এ ঘটনায় সিজিজিসি কোম্পানির কয়েকজন কর্মচারী প্রতিবাদ করলে আসমানী পরিবহনের মাসুদ রানাসহ ৫-৭ জনের সঙ্গে তাঁদের হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। ওই সময় ইঞ্জিনিয়ার ফুলবাবুকে পরিকল্পিতভাবে গুরুতর জখম করে। পরে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান। 

তিনি বলেন, এ ঘটনায় পরের দিন ফুলবাবুর স্ত্রী জোসনা খাতুন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আসমানী পরিবহনটির ড্রাইভার-হেলপারসহ অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ছায়াতদন্ত করে গাবতলী থেকে অভিযান চালিয়ে বাসটির হেলপার মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাহফুজ বলেন, গ্রেপ্তারের পর সে জিজ্ঞাসাবাদে ইঞ্জিনিয়ারকে হত্যার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। 

এদিকে হত্যাকাণ্ডের পরপরই পুলিশ আসমানী পরিবহনের চালক আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু