হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আজ সোমবার সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। 

রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ: উন্নয়নের এক যুগ’ শিরোনামের এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপ, কর্মকাণ্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র তুলে ধরা হয়। 

প্রদর্শনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘১৯৪৭ সালে পাকিস্তানের অধীনে আমাদের মাথাপিছু আয় ছিল ৫৯ ডলার। পাকিস্তান সরকার ২৫ বছরে সেটা ১২৫ ডলারে সেটা উন্নীত করেছিল। কিন্তু ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে দায়িত্ব নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের মাথাপিছু আয় ৮৯ থেকে ২৭৭ ডলারে উন্নীত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা আজ দুই হাজার ২৭৭ ডলারে উন্নীত হয়েছে।’ 

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এমডিজির ক্ষেত্রেও তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। আর সেটা সম্ভব হয়েছে প্রথম শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে। এসময় মন্ত্রী সবার প্রতি দেশকে ভালোবাসার আহ্বান জানান। 

আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। প্রদর্শনীটি শুরু হয়েছে রোববার এবং আগামীকাল মঙ্গলবার শেষ হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে