রাজধানীর বকশীবাজার মোড় থেকে কামাল (৪০) নামে এক ভবঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহবাগ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, ওই ব্যক্তি ভবঘুরে। বকশীবাজার এলাকায়ই থাকত। অসুস্থতাজনিত কারণে সকালে ফুটপাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে ওই এলাকার সোহেল নামে আরেক ভবঘুরে জানায়, কামাল দীর্ঘ ৯-১০ বছর ধরে বকশীবাজার এলাকায় থাকত। তাঁর গলায় একটি টিউমার হয়েছিল। সে কারণে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। সকালে ফুটপাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সে মারা গেছে। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।