হোম > সারা দেশ > ঢাকা

ইশরাকের গেজেট স্থগিতের রিট খারিজ, আপিল বিভাগে যাবেন রিটকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তাঁরা। আজ বৃহস্পতিবার রিট খারিজ হওয়ার পর আইনজীবী মোহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা চেম্বার আদালতে যাব। আজই যেতে পারি অথবা রোববার।’

এর আগে, আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদেশের পর ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘রিট খারিজ হওয়ায় শপথ পড়াতে কোনো বাধা নেই। শপথ না পড়ালে সেটা আদালত অবমাননা হবে।’

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। আর ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দিয়েছিলেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। তবে নোটিশর পর রাতেই গেজেট প্রকাশ করা হয়। পরে ১৩ মে রিট করা হয়।

রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়। এ ছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

রিটটি গত মঙ্গলবার দুই দফা শুনানি শেষে গতকাল বুধবার আদেশের জন্য নির্ধারিত ছিল। কিন্তু গতকাল কার্যতালিকা অনুযায়ী মামলাটি আদেশের জন্য আসলে আদালত বলেন, আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য রুল এবং স্থিতাবস্থা দেব। আমরা সবাইকে শুনতে চাই। তখনই ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আবেদনকারীর আইনগত এখতিয়ার নেই।’ পরে শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য রাখা হয়।

আরও খবর পড়ুন:

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক