হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিডিআর বাজারে চাঁদাবাজির অভিযোগে আটক ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে আলী রাজ ও রাজন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচাবাজার থেকে গতকাল রোববার সন্ধ্যার পর তাদেরকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরে আজ সোমবার সকালে  পুলিশ তাদের আদালতে পাঠায়। গ্রেপ্তার আলী রাজ উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি। এ ছাড়াও উত্তরখান থানা ও ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা।

বিডিআর বাজারটির সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, জোরপূর্বক বাজারটির নাম পরিবর্তন করে উত্তরা ৬ নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজার নাম দিয়েছে একটি পক্ষ। পরে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে ‘উত্তরা সেক্টর ৬ নম্বর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ ও ‘উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি’ হয়েছে। 

এ সব সমিতির নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। এ নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যেই দীর্ঘ দিন ধরে হামলা মামলা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী সমিতির নামে দোকানদের কাছ থেকে টাকা তুলে আসছিল আলী রাজ ও তার সহযোগিরা। গতকাল রোববার জোরপূর্বক চাঁদা উঠানোর সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আলী রাজ ও রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।

অপরদিকে উত্তরা ৬ নম্বর সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি রিফাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আলী রাজসহ দুই জনকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে শুনেছি। কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি, তাই বিস্তারিত জানি না।’

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে বিডিআর বাজারের আলী রাজ ও তার একজন সহযোগিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিডিআর বাজারের আলী রাজ ও রাজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু