হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসের চালক মোহাম্মদ হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায়া নাইমা যাই।’ 

বাসের যাত্রী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘আমি পল্টন থেকে উঠেছি। ডিউটি শেষ করে টিকাটুলিতে বাসায় যাচ্ছিলাম। গুলিস্তানের এইখানে আসার পরেই বাসে ধোঁয়া দেখতে পাই। বাসে ছয়-সাতজন যাত্রী ছিল।’  

গুলিস্তানের উৎসব পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে কাজ করছিলাম। হঠাৎ দেখি এই বাসে চলন্ত অবস্থাতেই আগুন জ্বলছে।’ ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য এস আই ওবায়দুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশেই মুভিংয়ে ছিলাম। এক মিনিটেই চলে আসছি। ড্রাইভার আমাদের জানিয়েছে, তিন-চারজন যাত্রী ছিল। যাত্রীবেশেই কেউ এ কাজ করে থাকতে পারে।’

আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু