হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসের চালক মোহাম্মদ হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায়া নাইমা যাই।’ 

বাসের যাত্রী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘আমি পল্টন থেকে উঠেছি। ডিউটি শেষ করে টিকাটুলিতে বাসায় যাচ্ছিলাম। গুলিস্তানের এইখানে আসার পরেই বাসে ধোঁয়া দেখতে পাই। বাসে ছয়-সাতজন যাত্রী ছিল।’  

গুলিস্তানের উৎসব পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোহাম্মদ রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে কাজ করছিলাম। হঠাৎ দেখি এই বাসে চলন্ত অবস্থাতেই আগুন জ্বলছে।’ ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য এস আই ওবায়দুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশপাশেই মুভিংয়ে ছিলাম। এক মিনিটেই চলে আসছি। ড্রাইভার আমাদের জানিয়েছে, তিন-চারজন যাত্রী ছিল। যাত্রীবেশেই কেউ এ কাজ করে থাকতে পারে।’

আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন