হোম > সারা দেশ > রাজবাড়ী

হত্যা মামলায় রাজবাড়ীতে ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

হত্যা মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা জাকিয়া পারভীন এ আদেশ দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো–জেলার বালিয়াকান্দি উপজেলার অভয়নগর গ্রামের আক্কাস শেখের ছেলে শিপন শেখ (২৫) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে বক্কর শেখ (২৮)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠায়। পুলিশ তদন্ত করে জানতে পারে লাশটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আফজাল মৃধার ছেলে শাকিল মৃধার।

এ ঘটনার পুলিশ সন্দেহভাজন শিপন ও বক্করকে আটক করে। পরে তারা ১৬৪ ধারা জবানবন্দিতে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আরেকটি ধারায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার ১ নম্বর আসামি শিপনের ধারণা ছিল শাকিল তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ কারণে শাকিলকে দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করিয়ে তারা জঙ্গল বেড়াতে আসে। সেখানে রাতের বেলায় শাকিলকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ কারণে পৃথক দুটি ধারায় আদালত তাদের দণ্ড দিয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন