ঢাকা: মগবাজারে বিস্ফোরণস্থল থেকে ঘটনার ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হলো সিকিউরিটি গার্ড মো. হারুনুর রশীদের মৃতদেহ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ওয়ার্লেস গেট সংলগ্ন তিনতলা ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই সেখানে উদ্ধারকর্মীরা নিয়মিত মনিটরিং ও অনুসন্ধান চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবং তথ্যের ভিত্তিতে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধনের নেতৃত্বে সেখানে উদ্ধারকর্মীরা আজ অভিযান চালান। সেখানে কংক্রিটের স্তূপ সরিয়ে হারুনুর রশীদের (৭১) মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে আজ সকালে বাবার খোঁজে ঘটনাস্থলে আসা হেনা বেগম বলেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণের একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।