হোম > সারা দেশ > ঢাকা

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় মামলা, আসামির তালিকায় মাদকের ডিডি ও বিএনপি নেতা রবিউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মামুনকে। এই মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। তিনি ঢাকা-১০ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে এই দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা। এ ঘটনায় প্লেজেন্টের এক কর্মকর্তাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তা আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)। 

আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে ডেভেলপার প্রতিষ্ঠান, জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড। 

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. রুহুল কবির খান বলেন, জমির মালিকের সঙ্গে ও প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে সেটি বিক্রি করে। ওই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। মূলত তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। তবে সেই বিরোধে আবাসন কোম্পানিটি পক্ষ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনের (তৃতীয় পক্ষ)। এটি নিয়েই বিরোধের সূত্রপাত। 

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার সকালে জমির মালিকের ছেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম ভবনের ৭ তলায় নিজের ফ্ল্যাটে কাজ করতে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সহযোগিতায় ডেভেলপার কোম্পানির কর্মকর্তা আব্দুল লতিফসহ ২০ থেকে ২৫ জন তানজিল জাহান ইসলাম তামিমের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তামিমকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে। 

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশের ডিসি রুহুল কবির বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছি না, আমরা অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যে ই হোক, তার দায় থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আমরা চার্জশিট দেবো। আমরা প্রাথমিকভাবে তাঁর (শেখ রবিউল আলম) সম্পৃক্ততা পাচ্ছি। এই ঘটনায় কার কি ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে। 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাদকের ওই কর্মকর্তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আমরা তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখব। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি।’ 

রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর অবহেলা পেয়েছি।’

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি