হোম > সারা দেশ > ঢাকা

বুয়েটের ছাত্র সানির মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েটের ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই দোহার থানায় মামলা করেছেন। শুক্রবার (১৫ জুলাই) রাতে সানির বন্ধুদের আসামি করে দোহার থানায় মামলা করেন তিনি। এই মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে দোহার থানার পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৈনট ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। 

নিহত তারিকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় মামলা করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাঁর আত্মীয়স্বজন মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন। গ্রেপ্তার ১৫ জনকে আজকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন