হোম > সারা দেশ > ঢাকা

যুক্তরাষ্ট্র থেকেই অফিস করবেন ওয়াসা এমডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: তিন মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। ছুটিতে থেকেই সেখান থেকে অফিস করবেন তিনি। তাঁর ছুটির আদেশে বলা হয়েছে, ছুটিকালীন আবুল কাশেম, পরিচালক (উন্নয়ন) এমডির দায়িত্বে থাকবেন। তবে তাকসিম এ খান কাউকে দায়িত্ব হস্তান্তর করে যাননি। তিনি নিজেই একটি অফিস আদেশ জারি করে নিজেকে এমডির দায়িত্ব দিয়ে গেছেন।

ওয়াসার এমডি স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী, ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনি ছুটি কাটাবেন। চিকিৎসা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি এ ছুটি নিয়েছেন। ওয়াসার জনসংযোগ বিভাগ জানায় ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাকসিম এ খান।

ওই অফিস আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্র অবস্থানের সময় যেকোনো নীতিমালা এবং অন্যান্য বিষয়ে তাকসিম এ খান নিজে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এর জন্য ই-নথি, ই-জিপি, ই-মেইল, ফেসটাইম, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগাযোগ করবেন।

তিনি যুক্তরাষ্ট্রে থাকার সময় সংস্থার সব বিভাগীয় প্রধান নিজ নিজ রুটিন দায়িত্ব পালন করবেন। সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে সরাসরি এমডির সঙ্গে যোগাযোগ করবেন। কাজের ধারাবাহিকতা রক্ষায় ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম এমডির পক্ষে বিভিন্ন সভায় প্রতিনিধিত্ব এবং রুটিনকাজ করবেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন