হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগ বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার একটু আগে হাজারীবাগের ঝাউচরে টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাজারীবাগের ঝাউচরের একটি টিনশেড বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার মো. শফিক জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট, লালবাগের দুটি, মোহাম্মদপুরের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত