হোম > সারা দেশ > রাজবাড়ী

মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১২ মুসল্লি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে দোয়া ও মাহফিলের মিষ্টি খেয়ে ১২ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বহরপু‌র পশ্চিমপাড়া জামে মসজিদে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।

সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও মাহফিল হয়। মাহফিলে মিষ্টি (চমচম) খাওয়ার পরপরই ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন। চারজন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুরে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁরা শঙ্কামুক্ত।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ