হোম > সারা দেশ > ঢাকা

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের একটি জেদ্দায়, আরেকটি সিলেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে উড়োজাহাজ ধাক্কার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ মেরামত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র বলছে, এর মধ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। আরেকটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ আজ শুক্রবার সকালে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে যাত্রা করে। 

গতকালণ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে উড়োজাহাজ দুটি। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ‘বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতে তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। দুটি উড়োজাহাজের সংঘর্ষের বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’ 

১০ এপ্রিলে বেলা দেড়টায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭৭৭ উড়োজাহাজের র‍্যাডম এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁ দিকের আনুভূমিক (হরাইজন্টাল) স্ট্যাবিলাইজারের কোণার অংশ ভেঙে যায়। পরে ১১ এপ্রিল এই সংঘর্ষ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিমান। তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ১২ এপ্রিল এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে চার সদস্যের এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে আহ্বায়ক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজনকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরেজমিন অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করতে হবে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সুপারিশ দেবে এই কমিটি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন