হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে।

তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে, বস্তির আশপাশের এলাকাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের ঘর থেকে জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

আগুন নেভাতে কতক্ষণ সময় লাগবে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন