হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে নিহত তরুণের পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ শনাক্ত করে।

নিহত তরুণের নাম আসিফ (১৮)। হাসপাতালে লাশ শনাক্ত করার পর আসিফের মা তানিয়া বেগম জানান, তাঁর ছেলে ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। তাঁরা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবা মো. জহির রিকশাচালক।

তানিয়া বেগম আরও বলেন, ‘গত রাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর আর রাতে ফেরেনি। সকালে লোক মারফত জানতে পারি, ছিনতাইকারী সন্দেহে আসিফসহ পাঁচজনকে মারধর করেছে এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আজ ঢাকা মেডিকেলে এসে আসিফের মরদেহ দেখতে পাই।’

আসিফের মা দাবি করেন, তাঁর ছেলে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন না।

এদিকে এ ঘটনায় আহত দুই তরুণ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জাহিদুল ইসলাম (১৭)।

হাসপাতালে জাহিদুলের বাবা শাহআলম বলেন, ‘আমাদের বাসা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায়। জাহিদ বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাত। গত রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। তবে কোথায় গিয়েছিল তা বলে যায়নি। সকালে জানতে পারি, মারধরের শিকার হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। পরে হাসপাতালে এসে জাহিদকে অচেতন অবস্থায় দেখতে পাই। চিকিৎসকেরা জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।’

একই ঘটনায় আহত আতিক (১৮) নামের আরও এক তরুণ ঢামেকে ভর্তি আছেন। কেরানীগঞ্জ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান বলেন, গণপিটুনিতে নিহত এক তরুণের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আসিফ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত দুই তরুণ হাসপাতালে ভর্তি আছে।

প্রসঙ্গত, আজ ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণপিটুনিতে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে তিনজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে কয়েক তরুণকে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন। তখন ছিনতাইকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকেন। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে গণপিটুনি দেন।

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে