হোম > সারা দেশ > ঢাকা

সাকার মাছ ও আফ্রিকান মাগুর নিষিদ্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১১ জানুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপন জারি করেন। যা গেজেট আকারে ১৫ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ নিষিদ্ধ করতে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০–এর ১৮ নম্বর ধারা সংশোধন প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করে মন্ত্রণালয়। এ বিষয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে লিখিতভাবে অনধিক দুই মাসের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দেকে জানানোর জন্য বলা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু উক্ত প্রাক্–প্রকাশনায় উল্লিখিত ২ (দুই) মাস সময় ইতিমধ্যে অতিক্রান্ত হইয়াছে এবং প্রস্তাবিত সংশোধনের ওপর প্রাপ্ত মতামতের ভিত্তিতে সরকার উক্ত রুলসের অধিকতর সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। এরপর প্রজ্ঞাপনে আইনের ১৮ নম্বর ধারার ২ নম্বর উপধারায় বলা হয়, সাকার মাছ ও আফ্রিকান মাগুর মাছ কোনো ব্যক্তি আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রকাশ ও অধিকারী হতে পারবেন না।

মূলত সাকার মাছের ইংরেজি নাম হলো ‘সাকার মাউথ ক্যাটফিশ’। এর আগে সাকার মাছ সম্পর্কে মন্ত্রণালয়ের প্রচারপত্র থেকে জানা যায়, এই মাছ দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেনু, ছোট প্রজাতির দেশীয় মাছ, শেওলা, ছোট শামুক জাতীয় প্রাণী খেয়ে ফেলে খাদ্যশৃঙ্খল নষ্ট করে। ফলে দেশীয় মাছের বংশ বিস্তারে ক্ষতিকর প্রভাব পড়ছে। এ ছাড়া জলাশয়ের পাড়ে ৫ ফুট পর্যন্ত গর্ত করার ফলে পাড়ের ক্ষতির পাশাপাশি জলাশয়ের উৎপাদন ও উৎপাদনশীলতা কমিয়ে ফেলে। মূলত এসব কারণেই নিষিদ্ধ হয় সাকার মাছকে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ