হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীর ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যমুনা ফিউচার পার্ক এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসচালক ও তাঁর সহকারীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন। বিকেলে তাঁদের আদালতে হাজির করেছে পুলিশ। 

ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। 

জানা গেছে, গতকাল রোববার ওই শিক্ষার্থী নাদিয়া ও মেহেদী নামে তাঁর এক বন্ধু মোটরসাইকেলে করে উত্তরা থেকে যমুনা ফিউচার পার্কে আসেন। পরে ফিউচার পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের ওই বাসটি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাদিয়া ছিটকে সড়কে পড়ে যায়। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। 

একই দিন রাতে নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা দায়ের করেন। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন:

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন