হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মেডিকেল টিম যাচ্ছে শেবাচিমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসায় ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক (ইনচার্জ) অধ্যাপক রায়হানা আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ চিকিৎসককে শেবাচিম হাসপাতালে অগ্নিদগ্ধদের চিকিৎসায় সেখানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়াদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে শেবাচিমের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা রয়েছে।

যে পাঁচ চিকিৎসককে শেবাচিমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন– শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ও ডা. শাওন বিন রহমান। 

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’