হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মেডিকেল টিম যাচ্ছে শেবাচিমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসায় ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির পরিচালক (ইনচার্জ) অধ্যাপক রায়হানা আউয়াল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ চিকিৎসককে শেবাচিম হাসপাতালে অগ্নিদগ্ধদের চিকিৎসায় সেখানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগুনে পুড়ে যাওয়াদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে শেবাচিমের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা রয়েছে।

যে পাঁচ চিকিৎসককে শেবাচিমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন– শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ও ডা. শাওন বিন রহমান। 

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক