হোম > সারা দেশ > ঢাকা

ঘোষণা ছাড়া ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন আজিমপুর কলোনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগাম ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৯ টা ১৫ মিনিট থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আজিমপুর সরকারি কলোনি। ঘোষণা ছাড়া বিদুৎ সেবা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন সেখান বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। জেনারেটর থাকলেও সেটি বন্ধ থাকায় সুউচ্চ ভবনে ওঠানামা করতে ভোগান্তির শেষ ছিল না।  

২০ নম্বর ভবনের নিরাপত্তা কর্মী সদরুল আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে কোন ঘোষণা ছাড়াই হঠাৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। রোগী, শিশু, নারি পুরুষসহ অনেকের কষ্ট হয়েছে। 

আজিমপুর গণপূর্ত বিভাগ জানায়, আজিমপুর বি জোনে ২৩টি ২০ তলা ভবন রয়েছে। প্রতিটি ভবনে ৭৬টি পরিবার বসবাস করছেন। এতে সর্বমোট ১ হাজার ৭৪৮টি ফ্লাইট রয়েছে। এসব ফ্ল্যাটে ১০–১২ হাজার লোকজনের বসবাস। হঠাৎ বিদ্যুৎ বন্ধ করায় বাসিন্দাদের ভোগান্তির শেষ ছিল না। অনেকেই আজিমপুর সরকারি কলোনি গ্রুপে এ বিষয়টি জানতে চেয়ে এসএমএস করেছেন।  

গণপূর্ত অধিদপ্তরের পাম্প অপারেটর শহীদুল্লাহ বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে দীর্ঘ সময় কোনো কাজ করতে গেলে তাদেরকে আগে নোটিশ দেওয়া হয়। সে মোতাবেক তারা প্রতিটা ভবনে জানিয়ে দেন। কিন্তু আজ কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।’

আজিমপুর বি জোনের বিদ্যুৎতের অভিযোগ অফিসে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে সরবরাহ বন্ধের বিষয়ে তাঁদের জানানো হয়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে গণপূর্ত অধিদপ্তর আজিমপুর জোন, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র ও আশপাশের নিরাপত্তা কর্মী এবং পাম্প অপারেটরদের সঙ্গে কথা হয়। কিন্তু কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। 

গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবদুল আল মামুন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি তাঁদের আগে জানানো হয়নি। তিনি বলেন, ডিপিডিসি ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। 

জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রিড বিভাগে কাজ করছে। বিকেল ৫টা–৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

বিদ্যুৎ বন্ধের আগে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান তিনি। তবে মাইকিংয়ের বিষয়টি ভবনের নিরাপত্তাকর্মী, পাম্প অপারেটর, গণপূর্ত বিভাগ কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে