হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষা কর্মকর্তার ওপর হামলা, মোবাইল ও টাকা ছিনতাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ছিনতাইয়ের শিকার সিরাজদিখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া চৌধুরী রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সিরাজদিখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী মো. নাসির উদ্দিন বলেন, ‘অফিসে ব্যস্ততার কারণে সন্ধ্যার পর নিমতলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় শ্রীনগরের বাসায় যাচ্ছিলাম। পথে চৌধুরী রোড এলাকায় পৌঁছালে সিএনজিতে আগে থেকেই অবস্থান নেওয়া ছিনতাইকারীরা আমাকে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর তারা আমাকে ধাক্কা দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ফেলে দেয়। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। ছিনতাইকারীরা আমাকে বেশ মারধর করেছে।’

মো. নাসির উদ্দিন আরও বলেন, ‘প্রথমে শ্রীনগর থানায় গিয়ে আমি অভিযোগ করি। পরে জানতে পারি, ঘটনাস্থল সিরাজদিখান থানার আওতাভুক্ত হওয়ায় বিষয়টি সেখানেও স্থানান্তর হবে। তবে পুলিশ আমাকে আশ্বস্ত করেছে, ছিনতাইকারীদের ধরতে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।’

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজদিখান উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আমাদের থানায় এসে ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং অভিযানের প্রস্তুতি নিচ্ছি। যদিও ঘটনাস্থল আমাদের থানার আওতায় পড়ে না, তবুও মুন্সিগঞ্জ জেলা পুলিশের অংশ হিসেবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে