হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে দালালকে আটকের পর কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক অভিযান করে মো. বুদ্দু মিয়া (৩৪) নামের এক দালালকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার মিরাজ হোসেন ও নাজির রাজিব দত্ত প্রমুখ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন বলেন, ভূমি অফিস দালালমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে মো. বুদ্দু মিয়া (৩৪) ও শামীম আহমেদ শামীম (৪৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। 

শাহাদাৎ হোসেন আর ও বলেন, পরে জিজ্ঞাসাবাদকালে মো. বুদ্দু মিয়া (৩৪) এর কাছে অন্য ব্যক্তির নামজারি কাগজপত্র পাওয়া যায় এবং টাকার বিনিময়ে নামজারির দায়িত্ব নিয়েছেন মর্মে স্বীকারোক্তি দিলে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু