হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে দালালকে আটকের পর কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক অভিযান করে মো. বুদ্দু মিয়া (৩৪) নামের এক দালালকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার মিরাজ হোসেন ও নাজির রাজিব দত্ত প্রমুখ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন বলেন, ভূমি অফিস দালালমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে মো. বুদ্দু মিয়া (৩৪) ও শামীম আহমেদ শামীম (৪৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। 

শাহাদাৎ হোসেন আর ও বলেন, পরে জিজ্ঞাসাবাদকালে মো. বুদ্দু মিয়া (৩৪) এর কাছে অন্য ব্যক্তির নামজারি কাগজপত্র পাওয়া যায় এবং টাকার বিনিময়ে নামজারির দায়িত্ব নিয়েছেন মর্মে স্বীকারোক্তি দিলে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান