হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি, ভোগান্তিতে যাত্রী

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঈদযাত্রার শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে কোথাও যানবাহন চলছে ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। 

যানবাহনের চাপ বাড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হালকা যানজট লাগলেও পরে ধীরগতিতে চলছে।’  

সরেজমিনে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে কোথাও যানজট এবং কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীরা গাড়িতেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে অস্বস্তি বোধ করছে। 

রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে কুমিল্লায় বাড়িতে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে এক স্থানেই দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।’ 

কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব খান বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজে জুমার নামাজের আগে ঢাকা যেতে হবে। যানজট ও ধীরগতির কারণে যাওয়া হলো না। এখন বাড়ি ফিরে যাব।’ আরেক যাত্রী মাসুদ মিয়া বলেন, ‘সকাল ৮টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসেই বসে আছি। গাড়ি কোনো দিকে যায় না।’ 

চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সনি পরিবহনের বাসের চালক রাজু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এসে যানজটে আটকা পড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এতে বাসের যাত্রীদের শৌচাগার, খাবারসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়েছে।’ 

ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘আজ সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকা থেকে গজারিয়ায় আসতে অন্যদিনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে