হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি, ভোগান্তিতে যাত্রী

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঈদযাত্রার শুরুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে কোথাও যানবাহন চলছে ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। 

যানবাহনের চাপ বাড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে হালকা যানজট লাগলেও পরে ধীরগতিতে চলছে।’  

সরেজমিনে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে কোথাও যানজট এবং কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে যাত্রীরা গাড়িতেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে বাধ্য হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে অস্বস্তি বোধ করছে। 

রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে কুমিল্লায় বাড়িতে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে এক স্থানেই দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। সঙ্গে থাকা শিশুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।’ 

কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব খান বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজে জুমার নামাজের আগে ঢাকা যেতে হবে। যানজট ও ধীরগতির কারণে যাওয়া হলো না। এখন বাড়ি ফিরে যাব।’ আরেক যাত্রী মাসুদ মিয়া বলেন, ‘সকাল ৮টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। বাসেই বসে আছি। গাড়ি কোনো দিকে যায় না।’ 

চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সনি পরিবহনের বাসের চালক রাজু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এসে যানজটে আটকা পড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে। এতে বাসের যাত্রীদের শৌচাগার, খাবারসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়েছে।’ 

ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘আজ সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকা থেকে গজারিয়ায় আসতে অন্যদিনের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’