হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ জেলেকে জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আমজাদ মোল্লা (৫০) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের আলম মোল্লার ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান বলেন, মঙ্গলবার রাতে পদ্মা নদীর হরিনা ঘাট এলাকা থেকে ইলিশ ধরছিলেন আমজাদ। এ সময় সাত কেজি ইলিশসহ তাঁকে আটক করা হয়। পরে আজ ভ্রাম্যমাণ আদালতে ইউএনও জরিমানা করেছেন। জব্দ করা মাছ মাদ্রাসায় দেওয়া হবে।

ইউএনও শাহরিয়ার রহমান বলেন, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আন্ধারমানিক ঘাটে এনে ধ্বংস করা হয়েছে বলে জানান, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইকরাম।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি