হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১ জেলেকে জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আমজাদ মোল্লা (৫০) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের আলম মোল্লার ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান বলেন, মঙ্গলবার রাতে পদ্মা নদীর হরিনা ঘাট এলাকা থেকে ইলিশ ধরছিলেন আমজাদ। এ সময় সাত কেজি ইলিশসহ তাঁকে আটক করা হয়। পরে আজ ভ্রাম্যমাণ আদালতে ইউএনও জরিমানা করেছেন। জব্দ করা মাছ মাদ্রাসায় দেওয়া হবে।

ইউএনও শাহরিয়ার রহমান বলেন, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আন্ধারমানিক ঘাটে এনে ধ্বংস করা হয়েছে বলে জানান, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইকরাম।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে