হোম > সারা দেশ > ঢাকা

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি, আন্দোলনকারী ১০ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার অভিযোগে গ্রেপ্তার ১০ আন্দোলনকারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাঈদ বাচ্চু, শরীফুল হাসান শুভ, আব্দুর রহমান, জাকির হোসেন, আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, তাসনিমুল হাসান অর্ণব, রাকিবুল হাসান, রোকন হোসেন এবং মামুন রশিদ রতন। 

আজ বিকেলে তাদের আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আরিফ নেওয়াজ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে আইনজীবীদের জামিন আবেদন কাল সোমবার শুনানির জন্য দিন ধার্য করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

গতকাল শনিবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখার অভিযোগে আন্দোলনকারীদের মধ্যে থেকে ১০ জনকে আটক করে পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোসহ ৩ দফা দাবিতে গতকাল ১০ জুন দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন চাকরিপ্রত্যাশীরা। পরে রাত ৮টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় প্রায় ২০ জন আন্দোলনকারী আহত হন।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন