হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগ নেতা সোহেল আনসারী (৪০)। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল করোটিয়া সরকারি সাদত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদককে আজ বিকেলে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, আনসারী আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার। তাঁর বাবার নাম নুর মিয়া আনসারী। টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। ঢাকা মহানগরে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিতে তিনি পল্লবী এলাকায় এসেছিলেন।

এ বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তার সোহেল আনসারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ