হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে ভর্তি ১৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মো. নাজমুল হক।

পরিচালক বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। রাজন নামের একজন আইসিইউতে। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাঁচজনকে চিকিৎসকেরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তাঁরা পরবর্তী চিকিৎসা নিতে আসবেন।’ 

নাজমুল হক আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের বুধবার অস্ত্রোপচার হয়েছে। তবে তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানেরা রয়েছেন।’

এই বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ভর্তি আছেন। তাঁরা হলেন—মো. হাসান, ইয়াসিন, খলিল, আজম, অলি শিকদার, বাবলু, আল আমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন