হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে ভর্তি ১৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মো. নাজমুল হক।

পরিচালক বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। রাজন নামের একজন আইসিইউতে। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাঁচজনকে চিকিৎসকেরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তাঁরা পরবর্তী চিকিৎসা নিতে আসবেন।’ 

নাজমুল হক আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের বুধবার অস্ত্রোপচার হয়েছে। তবে তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানেরা রয়েছেন।’

এই বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ভর্তি আছেন। তাঁরা হলেন—মো. হাসান, ইয়াসিন, খলিল, আজম, অলি শিকদার, বাবলু, আল আমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ