হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে ভর্তি ১৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মো. নাজমুল হক।

পরিচালক বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। রাজন নামের একজন আইসিইউতে। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাঁচজনকে চিকিৎসকেরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তাঁরা পরবর্তী চিকিৎসা নিতে আসবেন।’ 

নাজমুল হক আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের বুধবার অস্ত্রোপচার হয়েছে। তবে তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানেরা রয়েছেন।’

এই বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ভর্তি আছেন। তাঁরা হলেন—মো. হাসান, ইয়াসিন, খলিল, আজম, অলি শিকদার, বাবলু, আল আমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু