অধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
এদিকে অধ্যক্ষ আবুল বাশার মো. আব্দুল মতিনকে পদত্যাগে চাপ দেওয়া এবং লাঞ্ছিত করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ দুই কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের দাবি, ঘটনায় জড়িত আরও তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভরত একজন জানান, হাসপাতালের পরিচালক সুলতান মাহমুদ, চিফ অপারেটিং অফিসার নাসির উদ্দিন, অপারেশনস ম্যানেজার সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের অপসারণ না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আজ সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারীরা কাজে যোগ দেননি।
এ বিষয়ে কথা বলতে কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এম এ হাই চৌধুরী ও অধ্যক্ষ আবুল বাশার মো. আব্দুল মতিনের মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া মেলেনি।