হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ও  সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আরও ৪১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । শ্রমিক অসন্তোষের মুখে আজ বৃহস্পতিবার সকালে এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো । 

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে নির্দিষ্ট সময়ে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও নানা দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। এ অবস্থায় কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

পুলিশ জানায়, আজ সকাল থেকে চালু থাকা কারখানাগুলোর শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে গিয়ে উপস্থিতি নিশ্চিত করার পর অনেক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করে দেয়। এভাবে সকাল থেকে দুপুরের মধ্যে আশুলিয়ার শিল্পাঞ্চলের ১৩৩টি পোশাক কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। 

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন পুলিশ ও শিল্প পুলিশ অবস্থান নিয়ে রয়েছে। পাশাপাশি এসব বাহিনীর সদস্যরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ও নবীনগর চন্দ্রা সড়কে টহল অব্যাহত রেখেছে। 

শিল্প পুলিশ-১–এর এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গতকাল বুধবার থেকে আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান ও কাজ করতে মাইকিং করে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, সে বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলছি।’ 

দাবিদাওয়া নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা কীভাবে নিষ্পত্তি করা যায়, তা নিয়েও কথা হচ্ছে। কলকারখানা অধিদপ্তরের যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চলছে।

তিনি বলেন, আজ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে ৮৬টি কারখানা। ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেগুলো খোলা আছে তার মধ্যে কিছু কারখানায় দাবিদাওয়া নিয়ে আলাপ–আলোচনা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে