হোম > সারা দেশ > ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির নেতার ওপর হামলা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব আখতার হোসেন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকার বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

হামলার বিষয়ে আতাউল্লাহ ফেসবুক লাইভে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলের কার্যালয়ে তাঁদের মারধর করা হয়। এ সময় স্থানীয় পুলিশকে জানানো হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ মিছিল শেষে নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অ্যাডভোকেট বাবুল আওয়ামী লীগের দোসর। তাঁর নামে একাধিক হত্যা মামলা থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁদের ওপর বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। এসব হামলার পেছনে সরকারের দোসরদের হাত রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা।’

সমাবেশ থেকে বক্তারা দাবি করেন অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হোক। হামলাকারীদের গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিল করতে হবে।

বিক্ষোভ শেষে নেতারা আরও বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ