হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি আলী আজম কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে সাড়ে ৭টার সময় আলী আজমকে আটক করে র‍্যাব। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল তিনটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

এ ঘটনায় জাহিদুল ইসলামের ভাই মো. সবুজ বাদী হয়ে ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জানকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মিরপুর থানা মামলা রুজু করে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আলী আজম এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক