হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রাইভেট কারে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, রাত পৌনে ১০টার দিকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে রাজবাড়ী আজাদী ময়দানের সামনে অবস্থিত ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর আরেক দল যুবক রোমানের কার্যালয়ের অদূরে ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সামনে পার্কিং করে রাখা সাব্বির হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, হামলার সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না। সাব্বিরের লোকজন এই হামলা করেছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি এগিয়ে গেছেন। এটা সাব্বিরের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এই হামলা করেছে। তা ছাড়া আর কোনো কারণ তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় নেতাদেরও বিষয়টি জানাবেন। সাব্বিরের গাড়িতে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হ‌লে তিনি কল রিসিভ করেননি। প‌রে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। শান্তি–শৃঙ্খলা রক্ষায় আজাদী ময়দানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন