হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক ইমনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্ল্যাকার্ড হাতে জবি ছাত্রী মিম

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মিম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘যৌন হয়রানির পূর্ণাঙ্গ শাস্তি চাই, সাময়িক নয়’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থীকে। 

গত বৃহস্পতিবার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কাজী ফারজানা মিম আজকের পত্রিকাকে বলেন, ‘সাময়িক বরখাস্ত তো দুই বছর আগের হওয়ার কথা। এই বিচারটা হয়েছে দুই বছর আগের বিচার। এখন আমি ওনার স্থায়ী বরখাস্ত চাই। আজ আমার নামে কোর্ট থেকে বিভাগে একটা চিঠি এসেছে। বিভাগ আমাকে ডেকে ওই চিঠি হাতে ধরিয়ে দিয়েছে।’ 

গত বছর অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্টের ওপর অনাস্থা জানিয়ে আবেদন করে। পরবর্তীতে সে আবেদন ছয় মাসের জন্য কোর্ট স্থগিত করে দেয়। আজ রোববার সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবার কোর্টে আবেদন করে এ অভিযুক্ত শিক্ষক। আর সে আবেদনের একটি কপি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছেও পাঠানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে