হোম > সারা দেশ > ঢাকা

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৩ 

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিউল ইসলাম অলির বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ নিয়ে থানায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার মো. হায়দার হোসেন, মনজুর হোসেন ও বাকির। তাঁদের গ্রেপ্তার ও হামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। তিনি বলেন, তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান অলিউলের ছোট ভাই আলিউল ইসলাম বাদী হয়ে আজ মঙ্গলবার কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে ৪৬ জনের নামসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যান অলিকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা চালান কয়েকজন। অসুস্থ থাকায় ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। তাঁকে দেখতে বাড়িতে শুভাকাঙ্ক্ষীরা আসেন। এ সময় হামলাকারীরা প্রধান ফটক ভাঙচুর করে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ ছাড়া তাঁরা শুভাকাঙ্ক্ষীদের সাতটি গাড়ি ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান অলির ছোট ভাই আলিউল ইসলামের ওপর কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেন।

ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি বলেন, ‘আমি নৌকা প্রতীকে দুবার নির্বাচন করেছি। দুবারই জনপ্রতিনিধি হয়েছি জনগণের ভোটে। এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করলে এক প্রার্থীর পক্ষের লোকেরা আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালায়।’

ইউপি চেয়ারম্যান অলিউল আরও বলেন, ‘কয়েক দিন আগে আমার হার্টে রিং পরানোয় আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমাকে দেখতে কয়েকজন শুভাকাঙ্ক্ষী বাড়িতে আসেন। হামলাকারীরা তাঁদের গাড়িসহ আমার বাড়ির প্রধান ফটকে ভাঙচুর চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকতে পারে নাই। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরে সেখানে একটি ফোর্স পাঠাই। পুলিশ যাওয়ার খবর পেয়ে হামলাকারীরা আগেই সেখান থেকে সরে পড়ে।। থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল