হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া আনোয়ার সিমেন্ট শিট ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম রুবিনা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী। রুবিনা সপরিবারে বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া থাকতেন। তিনি আনোয়ার সিমেন্ট শিট ইন্ডাস্ট্রির রাঁধুনি ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া আনোয়ার সিমেন্ট শিট ইন্ডাস্ট্রির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা। এ সময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম বলেন, লাশ ও মাইক্রোবাসটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। মাইক্রোবাসের চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ