হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্যাতনের শিকার গৃহকর্মী উদ্ধার, আটক ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নির্মম নির্যাতনের শিকার লিজা (১২) নামে এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।  আজ শনিবার বেলা ৩টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার বি ব্লকের, ৪ নম্বর রোডের ১৯৩ নম্বর বাসার দরজার তালা খুলে ভেতরে বাথরুম থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নির্যাতনের শিকার লিজাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

নির্যাতনের শিকার লিজা জানায়, তুচ্ছ সব কারণে তাকে নির্যাতন করা হতো। ঘুম থেকে দেরি করে উঠলে, কাজ না পারলে, পাশের বাসার বিড়াল শব্দ করলেও গৃহকর্মীর ছেলের অভিযোগেও লিজাকে মারধর করা হতো। রান্না করার গরম খুন্তি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ছ্যাঁকা দেওয়া হতো। এ ছাড়া রড দিয়ে পিটানো হতো। সবশেষ তাকে বাথরুমে আটকে রেখে তিন দিন আগে বাসা থেকে চলে গিয়েছে গৃহকর্তা গৃহকর্ত্রী। তিন দিন বাথরুমের পানি খেয়ে বেঁচে ছিল। অনেক কান্নাকাটি করেও কারও সাড়া পায়নি। 

লিজা জানায়, তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবা রতন তাদের রেখে চলে গেছে। মা সেলিনা অন্যত্র বিয়ে করেছে। এক ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় লিজা। দুই মাস আগে কমলা নামে এক নারী তাকে ওই বাসায় কাজে দিয়েছে সাড়ে ৩ হাজার টাকা বেতনে। 

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাসুদ জানান, বেলা ৩টার পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে পরে তালা খুলে নির্যাতনের শিকার লিজাকে বাথরুমের ভেতর আটকানো অবস্থায় পাওয়া যায়। 

এসআই আরও জানান, গৃহকর্মীর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ওই শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে গৃহকর্তা এজাস সাকলাইন ও গৃহকর্ত্রী তানজিমা হাসেম। তারপরে খালি বাসায় থাকে বাথরুমে আটকে রেখেছিল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ৯৯৯ নাইনে ফোন দিলে পুলিশ সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। 

তিনি আরও বলেন, শিশুটির বাবা মা থেকেও নেই বাবা অনেক আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। সেও আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই ওই দম্পতি আটক করা হয়েছে। 

এ বিষয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির