হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভবন নির্মাণ আইন মানেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ

‌নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানা নির্মাণের সময় ভবন আইন মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। অগ্নিকাণ্ড পরিদর্শনে গিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ কথা বলেন। 

জিল্লুর রহমান বলেন, `কার্যক্রম শুরুর আগে হাশেম ফুডস ভবন সম্পর্কিত যে তথ্য দিয়েছিল, তার কোনোটিই মানা হয়নি। এ ধরনের একটি ভবনে কোনো কারখানা স্থাপন করতে কমপক্ষে চারটি সিঁড়ির প্রয়োজন। কিন্তু আমরা সেটা দেখতে পাইনি।' 

ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধারকাজ এখনো চলমান জানিয়ে পরিচালক হলেন, 'আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি কার্যক্রম এখনো চলছে। আজ বিকেল নাগাদ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তারপর আগামীকাল থেকে আমরা তদন্ত কমিটির কাজ শুরু করে দেব।'

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রতিটি ফ্লোরে কেমিক্যাল থাকার কারণে ভিন্ন ভিন্নভাবে আগুনের ভয়াবহতা সৃষ্টি হয়। 

জিল্লুর রহমান আরও বলেন, যে ৪৯টি মরদেহ পাওয়া গেছে, তা একটি ফ্লোর থেকেই পাওয়া গেছে। তালাবদ্ধ থাকার বিষয়টি মৃত্যুর কারণ কি না, তা তদন্ত করে জানা যাবে বলেও জানিয়েছেন এই পরিচালক।

আরও পড়ুন

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক