হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-কাদেরসহ ১০৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় আহসান কবির শরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১০৩ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নিহত শরিফের বাবা মো. হুমায়ুন কবির মাস্টার (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। তিনি গতকাল বলেন, আজ শুক্রবার রাতে মামলা রুজু হয়েছে। 

মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বেলা ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সানারপাড় পিডিকে পাম্পের সামনে ১, ২ ও ৩ নম্বর আসামির (শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদের) নির্দেশে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী মো. হুমায়ুন কবিরের ছেলের বুকের মাঝখানে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ছেলের বন্ধুর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আরিফ, রাকিব, জনি, রজ্জবসহ অজ্ঞাতনামা পথচারীদের সহায়তায় তাঁকে চিকিৎসার জন্য সানারপাড়ের ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন