হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৪

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। এতে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন।  এ সময় কয়েকটি ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আহত টেঁটাবিদ্ধ মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়ামকে (২৮) ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া  গ্রামের দুই পক্ষের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এটি  ও আধিপত্য বিস্তার নিয়ে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে । এ সময় আমিন উদ্দিন ও আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার ঘরবাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষরা। 

বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আওলাদ হোসেন বলেন, ‘চরপানিয়া এলাকায় শুক্রবারের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু