হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসিতে আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন, সদস্য বুশরা আফরিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিক্ষিপ্ত উন্নয়ন কর্মকাণ্ডে শহরে অব্যবস্থাপনা বাড়ছে। এতে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। তাই শহরের পরিবেশ ও সৌন্দর্য ঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর জন্য ডিএনসিসির আওতায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আরবান ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করবে। এই কমিটির সদস্য করা হয়েছে অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিনকেও।

আজ মঙ্গলবার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। 

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে। কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে। 

কমিটির সদস্য হিসেবে স্থপতি ইকবাল হাবিবেরও নাম রয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নগরায়ণে যে বিক্ষিপ্তভাবে উন্নয়নগুলো হচ্ছে, সেগুলোকে সমন্বিত করার সিদ্ধান্ত নিয়েছেন ডিএনসিসি মেয়র। জনবান্ধব ও পরিবেশবান্ধব সমন্বিত উন্নয়নের জন্য আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি নীতিমালা তৈরি করবে। পরবর্তীতে এই নীতিমালার আলোকে ডিএনসিসিতে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।’

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট