হোম > সারা দেশ > ঢাকা

বই উৎসবে নৌকার প্রচার করায় সেই অধ্যক্ষকে শোকজ 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় হোসেনপুর ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ মোনায়েম খানকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। আজ সোমবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মঞ্জুরুল হকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে। যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে বিধিমতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব তিন কর্ম দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে, আজ সোমবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় হোসেনপুর উচ্চবিদ্যালয়ের স্কুলমাঠে বই উৎসবের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। এ সময় তিনি নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’