হোম > সারা দেশ > ঢাকা

বই উৎসবে নৌকার প্রচার করায় সেই অধ্যক্ষকে শোকজ 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় হোসেনপুর ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ মোনায়েম খানকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। আজ সোমবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মঞ্জুরুল হকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে। যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে বিধিমতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব তিন কর্ম দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে, আজ সোমবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় হোসেনপুর উচ্চবিদ্যালয়ের স্কুলমাঠে বই উৎসবের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। এ সময় তিনি নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ